Select Language

[gtranslate]
১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সমুদ্রে তলিয়ে নিখোঁজ হওয়া পর্যটকের মৃতদেহ উদ্ধার

মন্দারমনি সমুদ্রে তলিয়ে নিখোঁজ হওয়া পর্যটকের মৃতদেহ উদ্ধার হল আজ বুধবার সকালে। পুলিশ সূত্রে জানা গেছে রামনগর ১ ব্লকের তালগাছারী ২ গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর সমুদ্র সৈকতে একটি যুবকের মৃতদেহ দেখতে পায় স্থানীয় মানুষজন। পুলিশের খবর দিলে মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা  হাসপাতালে পাঠিয়েছে মন্দারমনি থানার পুলিশ।মৃত যুবকের সমুদ্র থেকে উদ্ধার হওয়ার সঙ্গীরা দেহ শনাক্ত করেছে। মৃত যুবক দুর্গাপুরের বাসিন্দা ঋত্বিক গরাই(২২)। নিখোঁজের সন্ধানে পুলিশ স্পিডবোর্ট নিয়ে সমুদ্রের তল্লাশি চালিয়েও উদ্ধার করতে পারেনি নিখোঁজ যুবককে।

সূত্রের খবর দুর্গাপুর থেকে ৬ বন্ধু মিলে মন্দারমনি  বেড়াতে  এসেছিল সোমবার সকালে। মঙ্গলবার দুপুরে সমুদ্র স্নানে নেমে ছয় বন্ধুই তলিয়ে যাচ্ছিল। নুলিয়া এবং পুলিশের তৎপরতায় পাঁচজনকে উদ্ধার করলেও একজন নিখোঁজ থেকে যায়। উদ্ধার করে পাঁচজনকে তড়িঘড়ি বালিসাইর বড়রাঙ্কুয়া হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। মৃতরা হল কৌশিক নন্দ(৩৭) ও শংকর চক্রবর্তী (৪০)। মৃতদের পরিবারের লোকেরা আজ বুধবার মৃতদেহ নেওয়ার জন্য এসে পৌঁছায়। প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক করা হলেও পর্যটকেরা সতর্ক হয়নি। নিষেধাজ্ঞা জারি থাকলেও নিষেধাজ্ঞা অমান্য করে উত্তাল সমুদ্রে স্নানে নামে।সেই কারণে সৈকত নগরী মন্দারমনি তে নজরদারি বাড়ানোর প্রয়োজন আছে বলে বিশেষজ্ঞদের মত।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read