একুশে জুলাই অর্থাৎ রবিবার কলকাতায় শহীদ সভা সফল করতে ইতি মধ্যেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে দলে দলে তৃনমূল কর্মীরা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।সেই কর্মীদের সাহায্য করতে এবং কর্মীদের শারীরিক সুস্থতার দিকে নজর রেখে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত ব্যানার্জি ও ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে।
এই কেন্দ্র থেকে কর্মীদের দেওয়া হচ্ছে জল ও শুকনো খাবার, পাশাপাশি কর্মীদের শারীরিক দিক নজর রাখার জন্য খোলা হয়েছে মেডিকেল ক্যাম্প। তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত ব্যানার্জি বলেন দুই মেদিনীপুর জেলা থেকে প্রচুর তৃনমূল কর্মী শহীদ সভায় যোগ দিতে যাচ্ছেন।সেই কর্মীদের কথা মাথায় রেখে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
Author: ekhansangbad
Post Views: ৫৯