কাঁথি শহরে ভাইরাল ফিভার এর দাপট বেড়েছে। ভাইরাল ফিভারের দাপাদাপি রুখতে পৌরসভার উদ্যোগে ৫ নম্বর ওয়ার্ডের বিবেক পল্লীতে অস্থায়ী চিকিৎসা শিবির খোলা হয়। এই শিবিরে ১২০ জন কে চিকিৎসা করা হয়। আক্রান্তদের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে বুধবার। পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানান পুরবাসী।
শিবির পরিচালনা করেন কাঁথি পৌসভার পুরো প্রধান সুপ্রকাশ গিরি ও কাউন্সিলর দেবাশীষ পাহাড়ি। এই ভাইরাল ফিভারে বহু মানুষ জ্বরে ভুগছেন বলে এলাকা সূত্রে জানা গেছে। চিকিৎসকগন জানিয়েছেন বৃষ্টির সময় এই ভাইরাল ফিবার হয়। তবে চিন্তার কোন কারণ নেই এগুলো দ্রত সেরে উঠবে। তবে এলাকাবাসীকে সচেতন থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে।
Author: ekhansangbad
Post Views: ৩৭