অপহরণকারীকে গ্রেফতার করে অপহৃিতা নাবালিকাকে উদ্ধার করল রামনগর থানার পুলিশ। গত ২৩ জুলাই রামনগর থানার সটিলাপুর গ্রামের এক নাবালিকা নিখোঁজ হয়। তার খোঁজ না পেয়ে পরিবারের লোকেরা রামনগর থানায় অপহরণের অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে পুলিশে তদন্ত শুরু করে।
বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে বড়রাঙ্কুয়া থেকে অপহরণকারী যুবককে গ্রেফতার করে এবং অপহৃিতা নাবালিকা কে উদ্ধার করে।উদ্ধার হওয়া নাবালিকা এবং ধৃত যুবককে কাঁথি মহকুমা আদালতে তোলা হয় শুক্রবার। বিচারক নাবালিকার গোপন জবানবন্দি গ্রহণ করেন এবং যুবকের জামিন নাকোচ করে জেলা হাজতের নির্দেশ দেন।
Author: ekhansangbad
Post Views: ৪০