প্রতিবেশী মহিলাকে মারধর ও শ্লীলতা হানির চেষ্টার অভিযোগে গ্রেফতার হলো এক ব্যক্তি। অভিযোগ গতকাল শুক্রবার খেজুরি থানার জনকার বাসিন্দা তাপস কুমার দাস তার প্রতিবেশী এক মহিলাকে মারধর করে মাথা ফাটিয়ে দেয় এবং শ্লীলতা হানি করার চেষ্টা করে বলে অভিযোগ।
নির্যাতিতা মহিলা থানায় অভিযোগ জানালে খেজুরি থানার পুলিশ তাপস কুমার দলাইকে গ্রেফতার করে। আজ শনিবার তাকে কাঁথি আদালতে তোলা হয়।
Author: ekhansangbad
Post Views: ৪০