সোনার আকাশ ছোঁয়া দাম। বাজারে সোনার বিকল্প হিসেবে মহিলাদের কাছে আকর্ষণীয় কস্টিউম জুয়েলারী। সোনার দামের তুলনায় অনেকটাই জেমন তেমনি আকর্ষনীয় হওয়ায় চাহিদা রয়েছে মার্কেটে। সেই চাহিদা মাথায় রেখে পাঞ্চাব ন্যাশনাল ব্যাঙ্কের আরএসইটি এর উদ্যোগে মহিলাদের স্বনির্ভর করতে কাস্টম জুয়েলারী তৈরীর প্রশিক্ষণ দেওয়া হলো প্রান্তিক মহিলাদের। পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির হেঁড়িয়াতে ৩০মহিলাকে এই প্রশিক্ষণ দেওয়া হয়। পূর্ব মেদিনীপুর জেলায় পাঞ্জাব ব্যাঙ্ক আরএসইটি এই প্রশিক্ষণের দায়িত্ব পেয়েছে। এটি কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প।
প্রতি জেলায় কোন না কোন ব্যাঙ্ক প্রশিক্ষণের দায়িত্ব পেয়েছে। শেষ দিন শিক্ষার্থীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন প্রশিক্ষক সংস্থার পক্ষে ডাইরেক্টার পুলক ভূএ্যা, প্রোজেক্ট কো অর্ডিনেটার উত্তম জানা,অভি সামন্ত ,সৌমাল্য ভট্টাচার্য্য,অশ্বিনী বর প্রমুখ।