Select Language

[gtranslate]
১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চায়ে পে চর্চা কর্মসূচিতে  সুমিতা সিনহা

কাঁথি ৩ নং ব্লকের কানাইদিঘি অঞ্চলের উত্তর কানাইদীঘি তে চায়ে পে চর্চা কর্মসূচিতে অংশ গ্রহন করলেন উত্তর কাঁথির  বিধায়ক  সুমিতা সিনহা । উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি অনুপ পণ্ডা,মন্ডল সাধারণ সম্পাদক শশাঙ্ক মন্ডল, সংশ্লিষ্ট বুথ সভাপতি কালীপদ গিরি  ও গ্রামবাসিবৃন্দ।

  বিধায়ক সুমিতা সিনহা বলেন -“কোনও নির্বাচনকে সামনে রেখে আমরা সাংগঠনিক বৈঠক করি না। এটা আমাদের ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচি। তৃণমূল স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করতে যেভাবে আমাদের এগোতে হয় ঠিক সেই ভাবেই আমরা এগোচ্ছি।রাজ্যে বিজেপি প্রতিদিন বাড়ছে। তৃণমূলের দুর্নীতিতে মানুষের মধ্যে আক্রোশ তৈরি হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে”।

উপস্থিত সবাই  নিজ নিজ কেন্দ্রের বুথ স্তরে পৌঁছে কার্যকারিতা বাড়ানোর কথা বলেন। সংগঠনের শক্তি বৃদ্ধিতে লক্ষ্য রেখে শক্তি কেন্দ্র স্তরে এবার দ্রুত টিম বানিয়ে কাজ শেষ করতে হবে , এই মর্মে ও অঙ্গীকারবদ্ধ হন, এছাড়াও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প গুলি মানুষের কাছে  আরো বেশি করে তুলে ধরার পরামর্শ দেন এবং রাজ্যে দুর্নীতি, বেকারত্ব নিয়ে আন্দোলন গড়ে তোলার উদ্যোগী হতে বলেন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read