কাজলা জনকল্যাণ সমিতি ও তালগাছাড়ি ২নং এর যৌথ উদ্দোগে বোধড়া পন্তেশ্বরি হাইস্কুলে, চৈতন্যপুর বিবেকানন্দ মিশনের নিকেতনের সহযোগিতায়, একটি চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো প্রায় ১৫০ জন উপর মানুষ তারা এই চক্ষু পরীক্ষার অংশ নেয়, এর মধ্যে ২৩ জন ছানি পেশেন্ট পাওয়া গেছে,যাদের আগামী দিনে অপারেশন হবে।
এই প্রোগ্রাম এর শুভ উদ্ভোধক সবিতা খাটুয়া,প্রধান, তালগাছাড়ি ২নং গ্রামপন্চায়েত, রবিশঙ্কর দাস উপপ্রধান, তালগাছাড়ি ২নং পঞ্চায়েত, এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন কারাগার মন্ত্রী অখিল গিরি,প্রাক্তন প্রধান বিশ্বজিৎ জানা। অখিল গিরি তার বক্তব্য এ কাজলা জনকল্যাণ কে এই মহতি উদ্দোগ এর জন্য সাধুবাদ জানান।
Author: ekhansangbad
Post Views: ৪২