Select Language

[gtranslate]
৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গড়িয়া কল্যান সমিতির দুর্গা পূজার খুঁটি পূজা ।

প্রদীপ কুমার সিংহ :- বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সব রাষ্ট্রের উচিত তার প্রতিবাদ করা। রবিবার গড়িয়া কল্যাণ সমিতির ৫২ তম বছরে দুর্গাপূজার খুটিপুজায় এসে এমনই মন্তব্য করলেন শ্রী যুক্ত জগন্নাথ কুমার দৈত্যপতি। খুটিপুজোর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী রিচা শর্মা, অভিনেতা রোহন ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিরা।। এই পুজোর এবারের মুখ অভিনেত্রী রিচা শর্মা। তিনি বলেন এখানে উপস্থিত হতে পেরে এবং এই সন্মান পেয়ে তিনি আপ্লুত। তিনি আরো বলেন দূর্গা পুজোর সময় প্রতিদিন আসার চেষ্টা করব এই মন্ডপে। অভিনেতা রোহন ভট্টাচার্য জানান খুটি পুজো মানেই পুজো শুরু হয়ে গেল। পুজোর সময় সবাই যাতে ভালো থাকে সবাই যাতে ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারে।

সব জাতি,ধর্ম মানুষ এক হয়ে এই পুজোর যাতে ভালোভাবে কাটতে পারে সেই কামনাই করে। পুজো কমিটির সভাপতি অনির্বান গুহ ঠাকুরতা জানান এবার তাদের পুজোয় চমক থাকছে। থিমের পুজোর আয়োজন করবেন তারা। মন্ডপসজ্জা ও প্রতিমা এবং আলোকসজ্জা থাকে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন ডেকোরেটর ইলেকট্রিক এবং মিৎ শিল্পী।

ekhansangbad
Author: ekhansangbad

Related News