রাজ্য সরকার মুসলিমদের ভাতা দিচ্ছে , পুরোহিতদের ভাতা দিচ্ছে , কিন্তু খ্রিস্টান সম্প্রদায়কে কোন ভাতা দিচ্ছে না সরকার । কনফারেন্সে ভাতা পাওয়ার জন্য সরকারের কাছে জোরালো দাবি তুলল ক্রিশ্চান সম্প্রদায়ের মানুষজন । শুধু ভাতা নয় বিভিন্ন ধরনের সহযোগিতা থেকে তারা বঞ্চিত , এমনটাই খ্রিস্টান সম্প্রদায়ের অভিযোগ ।
পূর্ব মেদিনীপুর জেলার খ্রীস্টান কমিউনিটির বিভিন্ন সমস্যা, সরকারি সুযোগ সুবিধা পাওয়া, সার্বিক উন্নয়ন ঘটানো নিয়ে সোমবার একটি মহতী কনফারেন্স করা হয় হলদিয়া সিটি সেন্টারে। যার মূল উদ্যোক্তা জেলা সংখ্যা লঘু সেলের সাধারণ সম্পাদক সেখ মহম্মদ আরিফ হোসেন।এই মহতী সভায় উপস্থিত ছিলেন 1. বিশপ ডক্তর শ্রীকান্ত দাস (কনভেনার,বিএসবিএম ওয়েস্ট বেঙ্গল মাইনরিট, রাজীব দাস (এক্সকিউটিভ মেম্বার , জিএনএমআই)
. খোকন বৈদ্য (এক্সিকিউটিভ মেম্বার জিএনএমআই , বিএসবিএম ওয়েস্ট বেঙ্গল), সেক আরিফ হোসেন (সভাপতি,কাশেদ আলী মেমোরিয়াল ট্রাস্ট ও ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি মাইনোরিটি সেল ).শিবনাথ সরকার ( ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি টিএমসি)
খ্রিস্টানরা যাতে ভাতা পায় সেজন্য হাতে হাত মিলে লড়াইয়ে নামল সংখ্যালঘু সেল এর সম্প্রদায়ের মানুষজন ।