ঠিকাদারেরা প্রাপ্য বকেয়া অর্থের দাবীতে পঞ্চায়েত অফিসে ডেপুটেশন দিল। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের পঁচেট গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে। ঠিকাদারদের অভিযোগ, মহাত্মা গান্ধী জাতীয় কর্মসংস্থান প্রকল্পের কাজে যুক্ত পঁচেট গ্রাম পঞ্চায়েতের ঠিকাদারেরা ২০২০- ২১-২২-২০২৩ অর্থ বর্ষে বিভিন্ন কাজ ও মালপত্র সরবরাহ করলেও এখনও পর্যন্ত অর্থ পাননি। ঠিকাদারদের দাবী, কেন্দ্রীয় সরকার তাঁদের এই প্রাপ্য টাকা না দেওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছেন তাঁরা।
এদিন বকেয়া টাকার দাবীতে বঞ্চিত ঠিকাদারেরা পঁচেট গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে ডেপুটেশন প্রদান করে। পাশাপাশি সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে স্মারকলিপিও জমা দেন। পঁচেট গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরজিৎ মাইতি বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
Author: ekhansangbad
Post Views: ৩৪৭