প্রদীপ কুমার সিংহ :- আর জি কর হাসপাতালের কান্ডে দোষীদের অবিলম্বে শাস্তির দাবিতে আজ বারুইপুর বার এসোসিয়েশন এবং বারুইপুর ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যৌথভাবে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়.। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই বারুইপুর বার এসোসিয়েশনের আইনজীবীগণ এবং ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের কর্মীরা যৌথভাবে বারুইপুর আদালত প্রাঙ্গণ থেকে বারুইপুর এসপি অফিস হয়ে বারুইপুর হাসপাতাল পর্যন্ত পদব্রজে মিছিলটি করেন।
প্রায় তিন কিলোমিটার পথ অতিক্রম করে।এই মিছিলে সবারই একটাই স্লোগান ওই ওয়ান্ট জাস্টিস। সব মিলিয়ে প্রায় প্রায় আড়াইশো মত আইনজীবী ও ল ক্লার্ক এই মিছিলে অংশগ্রহণ করে।
Author: ekhansangbad
Post Views: ৭৭