জোড়া নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল। উত্তাল দিঘার সমুদ্রে জলোচ্ছ্বাস ঘটলো ব্যাপকহারে। সমুদ্র তীরের গাড়ওয়াল টপকে সমুদ্রের জল ঢুকলো দিঘা শহরের লোকালয়ে। উত্তাল সমুদ্রের ব্যাপক জলোচ্ছ্বাস দেখতে পাড়ে ভিড় জমায় পর্যটক। সমুদ্র উত্তাল হওয়ায় দিঘার পুলিশ প্রশাসন পর্যটকদের সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করেছে।দিঘার স্নানঘাট গুলিতে দড়ি বেঁধে ব্যারিকেট করে দেওয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে নুলিয়া ও সিভিক ভলেন্টিয়ারদের। পাশাপাশি বাড়ানো হয়েছে নজরদারি।
সিসি ক্যামেরা ও পুলিশি টহলের মাধ্যমে দিঘা পর্যটন শহরে নজরদারি চলছে। শুধু দিঘা নয় একইভাবে সৈকত শহর শংকরপুর,তাজপুরে ও মন্দারমনিতে সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। স্নান ঘাট গুলিতে মোতায়েন করা হয়েছে নুলিয়া ও সিভিক ভলান্টিয়ার।
Author: ekhansangbad
Post Views: ৩৯