গৃহবধূকে খুনের অভিযোগে গ্রেফতার হলো শ্বশুর, শাশুড়ি ও স্বামী। অভিযোগ ভগবানপুর থানার তেঠিবাড়ি গ্রামের গৃহবধূ মৌমিতা প্রধান মন্ডল এর ঝুলন্ত মৃতদেহ গত শনিবার ঘরের মধ্য থেকে উদ্ধার হয়। এই ঘটনাকে ঘিরে এলাকায় শুরু হয় জোর জল্পনা। খবর পেয়ে ছুটে আসে গৃহবধুর বাবা ও পরিবারের লোকেরা। ভগবানপুর থানায় তারা অভিযোগ দায়ের করে তাদের মেয়েকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করেন। গতকাল রবিবার অভিযান চালিয়ে গৃহবধূর স্বামী মঙ্গল মন্ডল, শ্বশুর ভীম চরণ মন্ডল ও শাশুড়ি অঞ্জলি মণ্ডল কে গ্রেফতার করে। ধৃতদের আজ সোমবার কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। বিচারক গৃহবধূ স্বামী মঙ্গল মণ্ডল কে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। শ্বশুর ও শাশুড়িকে ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন বলে জানা গেছে।
অভিযোগ শনিবার গৃহবধূ মৌমিতা মন্ডল প্রধানকে গলায় ফাঁস লাগিয়ে ঘরের মধ্যে ঝুলতে দেখা যায়। খবর জানাজানি হলে প্রতিবেশীরা জড়ো হয়। পুলিশে খবর দিলে ভগবানপুর থানার পুলিশ এসে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। তারপরেই শুরু হয় শোরগোল। এই ঘটনায় এলাকায় চলছে জোর জল্পনা। প্রকৃত মৃত্যুর ঘটনা উদ্ধারের জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।