Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের।

বুধবার সকালে দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের নাজির বাজারের কাছে বনধের সমর্থনে পথ অবরোধ করে বিজেপির নেতা কর্মীবৃন্দ।

অভিযোগ পুলিশ সেই অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয়।পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। সরকারি কাজে বাধা দানের অভিযোগ ওঠে।  এছাড়াও একটি যাত্রীবাহী বাসের চাকায় আগুন লাগিয়ে দেয় বিজেপি কর্মীরা। কোন রকমে ওই আগুন নেভানো হয়। এই ঘটনায় পুলিশ ১১ জন বিজেপি সমর্থককে  গ্রেফতার করেছে।

ধৃতরা হল পূর্ব গড়বাড়ি দুলাল দাস,কাখুরবাড়ির বাসিন্দা সত্যনারায়ণ মিশ্র, খেজুরির ধ্বজিভাঙ্গার বাসিন্দা প্রসেনজিৎ কামিলা, পূর্ব গড়বাড়ির সুব্রত বারুই, তারাশঙ্কর মাইতি, অনুপ বেরা, মাকালসির বাসিন্দ সুকুমার দাস, বৃন্দাবনপুর এলাকার বাসিন্দা সত্যেন কুমার দাস, বড়বাড়ি এলাকার বাসিন্দা তপন মাইতি, মাকালসির বাসিন্দা অরিন্দম আদক, ঝিনুক খালীর বাসিন্দা কালিপদ জানা কে আজ বৃহস্পতিবার কাঁথি মহকুম আদালতে তোলা হয়। বিচারক তাদের জামির নাম মঞ্জুর করে জেল হাজতের নির্দেশ দেন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read