Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
tea

পাতা চা নাকি গুঁড়ো চা- কোনটি বেশি উপকারী ? জেনে নিন বিশেষজ্ঞদের পরামর্শ

সকালে ওঠে অনেকেরই চা খাওয়ার অভ্যাস আছে। অনেকেই আছেন শরীর ভাল রাখতে দুধ চায়ের বদলে চুমুক দেন লিকার চায়ে। কালো চা যারা খান তারা সাধারণত দু’ধরনের চা কেনেন। পাতা চা ও গুঁড়া চা। কড়া লিকার খেতে যারা বেশি পছন্দ করেন, তাদের প্রথম পছন্দ গুঁড়া চা।
তবে এই দুই ধরনের চায়ের স্বাস্থ্যগুণ একই নয় ।চায়ের সুগন্ধ পেতে চাইলে গুঁড়া চা-ই ভালো।

এই দু’ধরনের চা পাতা কী ভাবে প্রস্তুত করা হয়, তার উপর চায়ের গুণগত মান অনেকটাই নির্ভর করে। গুঁড়া চা প্রস্তুত করতে সময় অনেকটাই কম লাগে। বাগান থেকে তোলার পরে যন্ত্রের মাধ্যমে চা পাতা শুকিয়ে গুঁড়া করা হয়। অনেক সময় গুঁড়া চায়ের স্বাদ তেতো হয়ে যায়। অন্য দিকে, পাতা চা প্রস্তুত করতে বেশি সময় দরকার হয়।গুঁড়ো চায়ে আইসোফ্লাভনের মাত্রা খুব কম। পাতা চায়ে পলিফেনলের মতো যৌগ থাকে। বিজ্ঞান বলছে,পাতা চা বেশি উপকারী। এর বেশ কিছু কারণও রয়েছে। যেমন-

১. গুঁড়া চা খেলে অ্যাসিডিটির সমস্যা হতে পারে। পাতা চা খেলে তার আশঙ্কা কম।

২. পাতা চায়ে ট্যানিনের পরিমাণ তুলনায় কম থাকে। তাই ঘুম কমায় না এই চা। গুঁড়া চা বেশি পরিমাণে খেলে ঘুমের সমস্যা হতে পারে।

৩. গুঁড়ো চা খুব অল্প পরিমাণে হলেও স্নায়ুর উত্তেজনা বাড়িয়ে দেয়।পাতা চা স্নায়ুকে আরাম দেয়। মন শান্ত করে। ।

৪. পাতা চা হদ্‌রোগের আশঙ্কা কমায়। গুঁড়া চায়ের এমন কোনও গুণ থাকে না।

৫. পাতা চায়ে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা গুঁড়ো চায়ের চেয়ে অনেক বেশি। ফলে এটি শরীরকে বেশি মাত্রায় দূষণ মুক্ত রাখে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read