কাঁথি মাউন্ট লিটেরা জী স্কুলে আনন্দসহকারে গ্রান্ড পেরেন্টস ডে পালিত হয় শনিবার। বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর সমস্ত ছাত্র ছাত্রী তাদের দাদু ঠাকুমার সামনে নৃত্য ,সংগীত, গিটার এবং ভায়োলিন এর দক্ষতা সম্মিলিতভাবে উপস্থাপন করে ।বিদ্যালয়ের চেয়ারম্যান চিন্তা মনি মন্ডল এই অনুষ্ঠানে ঠাকুরদা হিসেবে যোগদান করে অনুষ্ঠানটিকে অন্য এক মাত্রা দান করেন।
প্রদীপ প্রজ্জ্বলনে, দাদু দিদা সম্পর্কিত নানান কবিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা হয় ।সমস্ত দাদু দিদাদের সম্বর্ধনা জানান তাদের ছোট ছোট নাতি নাতনিরা ।দাদু ঠাকুমারা তাদের অভিজ্ঞতা সকলের সাথে ভাগ করে উপস্থিত সকলকে সমৃদ্ধ করে তোলেন। চেয়ারম্যান সকল খুদেনাতি-নাতনিদের মিষ্টিমুখ করান। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দীর্ঘায়ু কামনা কামনা করেন। বিদ্যালয়ের অধ্যক্ষ ড: যোগেশ মাহেশ্বরী সমস্ত দাদু -দিদা, অভিভাবক- অভিভাবিকা, ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের শুভকামনা সহ ধন্যবাদ জ্ঞাপন করেন।