পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের নন এগ্রিকালচার কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের বিনা নির্বাচনে জয় লাভ করল তৃনমূল সমর্থিত প্রার্থীরা।
এই সমবায় সমিতির পরিচালন কমিটির ১২টি আসন।একটি আসনেও বিরোধীরা প্রার্থী দিতে পারেনি।১২টি আসনেই তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করে। রবিবার সমবায় সমিতির পক্ষ থেকে জয়ী প্রার্থীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। জয়ী প্রার্থীরা হলেন
সেক সমিরুদ্দিন,অমল কুমার সী,অমিত রাউত,
সঞ্জয় সিংহ,ব্রজগোপাল মাল,শেখ আব্দুল রহিম,
শেখ আসফ আলী,সেক ওসিউর রহমান,সেক হাসেম আলি,সোমা মাইতি,রুম্পা নন্দী ঘনা ও
নারায়ণ চন্দ্র মুর্মু।
Author: ekhansangbad
Post Views: ৪৯