পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ ব্লকের হরিনাপাশদলবাড় অপরাহ্নের আলো ট্রাস্ট এর পরিচালনায় সার্বজনীন দূর্গোৎসব এর খুঁটি পুজা হল।এর সূচনা করলেন কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা অপরাহ্ণের আলো ট্রাস্ট এর সভাপতি বিকাশ চন্দ্র বেজ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ অশোক প্রধান, বিদ্যুৎ কর্মাধ্যক্ষা সাবিত্রী মন্ডল,ভাজাচাউলী গ্রাম পঞ্চায়েত প্রধান নন্দদুলাল মাইতি, ভাজাচাউলী গ্রাম পঞ্চায়েত উপ প্রধান স্বপন বাগ প্রমুখ।
Author: ekhansangbad
Post Views: ৮০