Select Language

[gtranslate]
২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

স্বামী বিবেকানন্দের চিকাগো বক্তৃতার স্মরণে অনুষ্ঠান কাঁথিতে।

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি রামকৃষ্ণ মিশন সেবাশ্রম এর উদ্যোগে স্বামী বিবেকানন্দের ১৩১ তম চিকাগো বক্তৃতার স্মরণে একটি অনুষ্ঠান আয়োজিত হল কাঁথি টাউন হলে১১ সেপ্টেম্বর বুধবার।স্বামীজীর পতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ,উদ্বোধনী সংগীত, বৈদিক শান্তি মন্ত্র পাঠ ও স্বদেশ মন্ত্রের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে স্বাধীনতা সংগ্রামী বীরেন্দ্রনাথ শাসমলের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়।  স্বাগত ভাষণ রাখেন কাঁথি রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী মায়াধীশানন্দজী মহারাজ । এই অনুষ্ঠানে ৩০ টি স্কুল থেকে আগত পাঁচ শতাধিক  ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা উপস্থিত হয়েছিলেন।

প্রধান অতিথি ছিলেন বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ও  রামকৃষ্ণ মিশন শিক্ষক শিক্ষণ মন্দির  এর ভূতপূর্ব অধ্যক্ষ স্বামী তত্ত্বসারা নন্দজী মহারাজ,  ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধ করেন বিশিষ্ট শিশু চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র ভূঁইয়া।অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা সংগীত ও শিল্পকলা তুলে ধরে।, এছাড়াও রামকৃষ্ণ মিশন সেবাশ্রম এর ছাত্র এবং নয়াপুট সুধীরকুমার হাই স্কুলের  ছাত্র-ছাত্রীদের দ্বারা স্বামীজীর জীবনে আধারিত দুটি নাটক মঞ্চস্থ হয়। ধন্যবাদ জ্ঞাপন করেন আসিস জানা ।পরিশেষে জাতীয় সংগীত ও দিব্যত্রয়ীর জয়ধ্বনি দিয়ে অনুষ্ঠান এর সমাপ্তি ঘোষণা করা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অবসরপ্রাপ্ত শিক্ষক সুকুমার মেইকাপ, নয়াপুট সুধীরকুমার হাই স্কুল।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read