প্রদীপ কুমার সিংহ :- কিছুদিন আগে সাউথ শিয়ালদা সাউথ সেকশন ক্যানিং লাইনে ঘুটিয়া শরিফ স্টেশনে সকাল দশটা নাগাদ একটি চায়ের দোকানে হঠাৎ ভয়াবহ আগুন লাগে। সেই আগুনের ফলে কয়েকটি দোকান বশীভূত হয়ে যায়। এলাকায় ভয়ানক চেহারা মোর নেয়। শেষে একটি দমকলের ইঞ্জিন গাড়ি এসে প্রায় দেড় ঘন্টা প্রচেষ্টায় দমকল কর্মীরা সেই আগুন নিয়ন্ত্রণে আরে। এলাকার চাঞ্চল্য ছড়ায়।ক্যানিং লাইনে আপ এবং ডাউন টেন বন্ধ করে দিয়েছিল রেল কর্তৃপক্ষ। সেই কথা মাথায় রেখে স্টেশন এলাকায় কেউ আগুন ধরাবেন না মাইকে অ্যানাউন্স করে সতর্ক বার্তা দিলেন স্টেশন এর আরপিএফ কর্মীরা। এমনই দৃশ্য দেখা গেল বুধবার সকাল ১০ টা নাগাদ জিআরপি এবং আরপিএফ কর্মীরা বারুইপুর স্টেশনে এক নম্বর,দু’নম্বর, তিন নম্বর, চার নম্বর প্লাটফর্মে ঘুরে ঘুরে মাইকে অ্যানাউন্স করে স্টেশন ব্যবসায়ীদের এবং সাধারণ মানুষদের সতর্ক করে স্টেশনের উপরে কেউ ধূমপান করবেন না বা কেউ উনুন বা কোন প্রকারে আগুন জ্বালাবেন না।
প্রায় আধঘন্টা ধরে বারুইপুর স্টেশনের থাকা প্রতিটি দোকানে গিয়ে এমনই সতর্কবার্তা দিলেন।
সাধারণ মানুষের উদ্দেশ্যে সতর্ক বার্তা দেয় প্ল্যাটফর্ম এর মধ্যে বা রেল সীমানার মধ্যে কেউ সিগারেট বিড়ি বা ধূমপান করবেন না। স্টেশনে প্রতিটি চায়ের দোকানে গিয়ে এমনই বার্তা দেন এবং সেইসঙ্গে পেছনের ওপর সিগারেট বিড়ি বিক্রি বন্ধ করা নির্দেশ দেয়।