কচিকাঁচারা হাতে প্ল্যাকার নিয়ে বিক্ষোভ দেখালো রেলের মাঠে। ঘটনাটি ঘটেছে বারুইপুর রেলস্টেশনের পার্শ্ব ময়দানে বৃহস্পতিবার সকালে। আশেপাশে খেলার মাঠ না থাকায় কচিকাঁচারা রেলের মাঠে প্র্যাকটিস করতো। কিন্তু সেই মাঠে রেল কর্তৃপক্ষ আরপিএফ এর ব্যারাক করতে চায়। রেল কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকালেও সেই মাঠ পরিদর্শন করতে আসেন। তখন ওই মাঠে কচিকাঁচারা ক্যারাটে প্র্যাকটিস করছিল।
রেল কর্তৃপক্ষ এলে তাদের হাতে একটা করে গোলাপ ফুল তুলে দেয় কচিকাঁচারা। সেই সময় হাজির হয় বারুইপুর পৌরসভার উপ পৌরপিতা গৌতম দাস, কিশোর সংঘের সভাপতি তথা বারুইপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন নস্কর। সহ খুদে খেলোয়াড় ও তার অভিভাবকরা। কিন্তু রেলপথ কর্তৃপক্ষ যখন মাঠে ঢোকে তখন ক্ষুদে প্লেয়াররা প্ল্যাকার হাতে নিয়ে রেল কর্তৃপক্ষকে বিক্ষোভ দেখায়। তাতে লেখা ছিল আমরা কোথায় খেলব।