কাঁথি পৌরসভার ছোট দারুয়ায় প্রতিবছরের মত এ বছরও দারুয়া সান স্টার ক্লাবের আয়োজনে সাড়ম্বরে “বেরা” উৎসব পালিত হল বৃহস্পতিবার। “বেরা” উৎসব হলো একটি আলোর উৎসব।
ক্লাবের সাধারণ সম্পাদক সেক সিরাজ উদ্দিন জানান প্রতি বছর বাংলা ক্যালেন্ডারের ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবারে এই উৎসব করা হয়। ইসলামী মতে মুসলিমদের জল দেবতার নাম খাজা খিজির। তিনি ছিলেন পীর। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে কলা গাছের ভেলা বানিয়ে তার উপর বাঁশ দিয়ে সুদৃশ্য বেরা তৈরি হয়। তাতে রং কাগজ দিয়ে মিনার, তোরণ, গম্বুজ বানানো হয়। শ্রদ্ধা জানাতে নদী ও পুকুরে বেরা ভাসানো হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সেক মনতাজ উদ্দিন,সেক শাজাহান উদ্দিন সেক সরফরাজ উদ্দিন সেক সালেম উদ্দিন ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Author: ekhansangbad
Post Views: ১২৫