নিম্নচাপের কারনে এক টানা বৃষ্টি হচ্ছে সারা পূর্ব মেদিনীপুর জুড়ে।বৃষ্টির কারনে ব্যহত হচ্ছে জনজীবন। গতকাল শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি,সেই সাথে ঝোড়ো হাওয়া বইছে মাঝে মধ্যে।
গতকালের পাশাপাশি আজ শনিবারও চলছে এক নাগাড়ে বৃষ্টি ,আরে সাথে ঝোড়ো হাওয়া। ফলে রাস্তা ঘাটে মানুষজনে দেখা নেই।গুটি কয়েক মানুষ তাদের দরকারে বেরিয়েছেন।
জেলার বিভিন্ন এলাকায় জল থৈথৈ অবস্থা। শিল্প শহর হলদিয়ার বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। সেই জল যাতে দ্রুত বের করানো যায় তার ব্যবস্থায় ব্যস্ত স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন। গাঙ্গেয় এলাকায় বেলা বাড়ার সাথে সাথে বাড়বে বৃষ্টি ও ঝড়ের মাত্রা। তাই গাঙ্গেয় এলাকায় মানুষদের সাবধানে থাকার কথা জানাচ্ছে স্থানীয় জনপ্রতিনিধিরা।
সৈকত শহর দিঘা,মান্দারমনি,শংকরপুর প্রমুখ এলাকাতেও পর্যটকেরা হোটেল বন্দী হয়ে পড়েছেন।পর্যটকিদের নিরাপত্তার কারনে সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।মৎস্যজীবিদেরকেও সমুদ্র-নদীতে মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে