প্রচন্ড বৃষ্টিকে উপেক্ষা করে শনিবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের শিক্ষক সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত হল।জেলায় তৃণমূলের শিক্ষক সংগঠনকে আরও মজবুত করতেই এই আলোচনা সভা বলে জানিয়েছে রাজ্যের শাসক দল তথা তৃণমূল। পাশাপাশি আর জি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবীতে যেভাবে সারা রাজ্য তথা দেশ তোলপাড় হয়েছে সেবিষয়ে ও শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে স্কুল কলেজে ছাত্র ছাত্রীদের মধ্যে আরও বেশি করে সচেতনতা গড়ে তোলার বিষয় নিয়ে আলোচনা হয়।
এদিনের এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পীযুষ কান্তি পন্ডা, পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ অপর্ণা ভট্টাচার্য, কাঁথি শহর তৃণমূলের সভাপতি হরিসাধন দাস অধিকারী-সহ শিক্ষক সংগঠনের জেলা ও চক্রের নেতৃত্বরা। এদিনের সভায় শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো।