প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আজ লায়ন্স ক্লাব অফ কন্টাই সিটি’র ব্যবস্থাপনায় শৌলার নিকটস্থ রঘুসর্দারবাড় জালপাই গ্রামে চক্ষু পরীক্ষা ও ছানি নির্ণয় শিবির অনুষ্ঠিত হলো। প্রায় ২০০ জন রোগীর চোখ পরীক্ষা করা হয়। ছানি চিহ্নিত রোগীদের আগামী ২৩ সেপ্টেম্বর চৈতন্যপুর আই হসপিটালে নিয়ে যাওয়া হবে এবং বিনা ব্যয়ে চক্ষু অপারেশনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শিবিরে উপস্থিত ছিলেন লায়ন সদস্য অর্ণব মাইতি, বসন্ত কুমার ঘোড়াই, দুর্গাশঙ্কর সাহু, স্বাতী মাইতি, শুভঙ্কর মন্ডল, স্নিগ্ধা মাইতি, শুভেন্দু শেখর জানা, স্বপ্না ঘোড়াই,উমা সামন্ত প্রমুখ। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন স্থানীয় পঞ্চায়েত সদস্য বাসুদেব মাঝি।
Author: ekhansangbad
Post Views: ১১০