Select Language

[gtranslate]
১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রামনগরে দুর্যোগপূর্ণ পরিস্থিতির সঙ্গে মোকাবিলার জন্য প্রস্তুত  ব্লক ও প্রশাসন

ধারাবাহিক তিন দিন প্রবল বর্ষণের ফলে জনজীবন বিপর্যস্ত হল। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপের প্রভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ ও ঝড়ো হাওয়া থাকতে পারে।  নিম্নচাপ স্থলভাগের দিকে এগিয়ে আসার সময় শক্তি হারিয়ে দুর্বল হচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার দুপুর থেকে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে। কাঁথি এগরা মহকুমার বিস্তীর্ণ এলাকা সহ জেলার সর্বত্র জলমগ্ন হওয়ার খবর পাওয়া গেছে। বৃষ্টির জেরে ক্ষতি হয়েছে ধান, পান, সবজি এবং ফুল চাষের।রামনগর এক ব্লকের বসন্তপুর গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর এলাকায় জল জমে যায়। পঞ্চায়েতের পক্ষ থেকে জল সরানোর  জন্য তৎপরতা শুরু হয়েছে বলে জানিয়েছেন এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরি।বাধিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে যাওয়ায় জলবন্দি হয়ে পড়েছে এলাকার মানুষ বলে জানিয়েছেন রামনগরে ১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ খালেক কাজী। 

তিনি আরো বলেন বেশ কিছু কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পানের বরোজে জল জমে যাওয়ায় নষ্ট হয়ে গেছে। জলের তলায় রয়েছে ধানের গাছ। একইভাবে সবজিরও ক্ষতি হয়েছে ব্যাপক। সুবর্ণরেখার জল বিপদ সীমার উপর দিয়ে বইছে। যেকোনো সময় এলাকায় ঢুকে পড়তে পারে এই জল। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের কিছু ত্রিফল দেওয়া হয়েছে। রামনগর ২ ব্লকের কাদুয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে জনজীবন বিপর্যস্ত  হয়েছে। একইভাবে দেপালের কিছু অংশ জলমগ্ন হয়েছে বলে জানা গেছে। এলাকার বিধায়ক অখিল গিরি জানিয়েছেন পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কিছু ত্রিফল দেওয়া হয়েছে। পাশাপাশি বিধায়ক নিজে বেশকিছু ত্রিপল দিয়েছেন। কাঁথি  ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা পয়ড়্যা জানিয়েছেন কিছু নিচু এলাকায় জল জমেছে। যার কারনে অধিবাসীদের জনজীবন বিপন্ন হয়ে উঠেছে। বেশকিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ত্রিপল দেওয়া হয়েছে বলে জানিয়েছেন। পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে যাতে বাসিন্দাদের কোন ক্ষতি না হয়। কাঁথি দেশপ্রাণ ব্লক এর বেশ কিছু এলাকায় জল জমে ক্ষতি হয়েছে সবজি চাষের। কিছু এলাকায় ধান পান এবং মাছ চাষের  ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি অমলেন্দু জানা। কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র  বেজ জানিয়েছেন কিছু এলাকায় জল জমে কিছু বাড়ির  আংশিক ক্ষতি হয়েছে।পঞ্চায়েত সমিতিতে কন্ট্রোল রুম খুলে ক্ষতিগ্রস্তদের ত্রিপল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ত্রাণ শিবির খোলা মত কোন পরিস্থিতি তৈরি হয়নি।  এছাড়াও ভগবানপুর, পটাশপুর, খেজুরি প্রভৃতি  এলাকায় প্রবল বর্ষণের জন্য ক্ষতি হয়েছে চাষের। সমগ্র ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। দুর্যোগ কাটলে ক্ষয়ক্ষতির পর্যবেক্ষণ শুরু হবে। তবেই বোঝা যাবে কতটা প্রকৃতভাবে ক্ষয়ক্ষতি হয়েছে।  সমুদ্র উত্তল থাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া বারণ। দীঘা সহ সংলগ্ন সমুদ্র সৈকতে পর্যটকদের সমুদ্র স্নানের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা জারি করে স্নান ঘাট গুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতির সঙ্গে মোকাবিলার জন্য প্রস্তুত মহাসমা ও  ব্লক, প্রশাসন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read