পূর্ব মেদিনীপুর জেলার লোকশিল্পীদের নিয়ে তিন দিনের এক কর্মশালা সূচনা হলো জেলাশাসকের দপ্তরের সভাকক্ষে। মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র এর আয়োজনে পূর্ব মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় এই কর্মশালার শুভ সূচনা হয়। প্রদীপ প্রজননের মাধ্যমে এই কর্মশালার সূচনা হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সৌভিক চট্টোপাধ্যায়, অনির্বাণ কোলে, জেলা পরিষদের শিক্ষা কর্মধ্যক্ষ অপর্ণা ভট্টাচার্য, তাম্রলিপ্ত পৌরসভার পৌর প্রধান দীপেন্দ্র নারায়ণ রায়,জেলা তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের আধিকারিক মহুয়া মল্লিক সহ অন্যান্য আধিকারিক বৃন্দ।
এই কর্মশালা তিন দিন ধরে চলবে। এই কর্মশালায় রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পকে তুলে ধরা হয় এবং সেগুলিকে লোকসংগীত, ভাটিয়ালি ও বাউল এর মাধ্যমে মানুষের কাছে তুলে ধরার জন্য শিল্পীদের আহ্বান জানানো হয় বলে জানালেন জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক মহুয়া মল্লিক। এই কর্মশালায় কাঁথি, এগরা, তমলুক ও হলদিয়া মহাকুমার মোট ৫০ জন শিল্পী অংশগ্রহণ করে। এই কর্মশালায় যোগ দিতে পেরে শিল্পীরা খুশি বলে জানার গেছে।