Select Language

[gtranslate]
১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অলংকাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ৮৫ তম বার্ষিক সভা

পূর্ব মেদিনীপুর জেলার রামনগরে ১ ব্লকের অলংকাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ৮৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো নিজস্ব সভাগৃহে।. এদিন সভায় সভাপতিত্ব করেন  সংস্থার সভাপতি প্রবীর দলাই।, উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক তাপস কুমার কর, সংস্থার  জেনারেল ম্যানেজার দীপঙ্কর রায়, হরিপদ সিংহ ও কুঞ্জবিহারী দাস অধিকারী, প্রমূখ। এদিন সভায় বিগত বছরের আয় ব্যায়ের হিসাব, পরবর্তী এক বছরের নতুন পরিকল্পনা, তার মধ্যে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে মঙ্গলপুরে সমিতির নতুন শাখার গড়ে তোলা হবে।

, সাধারণ সভ্যদের আর্থিকভাবেভাবে কিছু সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অপরদিকে এই এলাকার শিক্ষার উন্নতির জন্য সমিতির মাধ্যমে একটি বাংলা মাধ্যম  স্কুল খোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সদস্যদের কৃষি ঋণের সুদ মুকুব করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এই সভা থেকে। ডাইরেক্টর বোর্ডের আধিকারিক সহ প্রায় ৫০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এ সকল  সদস্য  সরকার থেকে সমব্যথী প্রকল্পের সুবিধা  পান সেই ধরনের  সদস্য বা সভ্য যারা রয়েছেন তারাও বাড়তি তিন হাজার টাকা এখান থেকে সুযোগ পেতে পারেন। তাদের সহযোগিতার জন্য  সমিতি কর্তৃপক্ষ সমস্ত ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন।  শেয়ার হোল্ডারদের  শেয়ার সার্টিফিকেট  প্রদান করা হবে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read