হাসপাতালের নিরাপত্তা জোরদার করতে বাড়ানো হয়েছে সিকিউরিটি ফোর্স ।পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মহকুমা হাসপাতালের এমন ১২ জন নিরাপত্তা কর্মীদেরকে নিয়ে এক প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠিত হলো ।
প্রশিক্ষক হিসেবে হাজির ছিলেন হলদিয়ার এসডিপিও অরিন্দম অধিকারী , দুর্গাচক থানার ওসি গোপাল পাঠক সহ অন্যান্য পুলিশ অফিসারেরা ।
হাসপাতালের পরিস্থিতি কিরকম হলে কিভাবে ট্যাকেল করবে ,সেই সম্পর্কে সবিস্তারে কিছু নির্দেশিকা দিলেন । হাসপাতালের সিকিউরিটি গার্ডেদের পাশাপাশি আতিরিক্তা পুলিশ মোতায়েন থাকছে ।কোন উত্তেজনার মুহূর্ত তৈরি হলে সাথে সাথে স্থানীয় থানাকে সরাসরি জানাতে হবে বলে নির্দেশিকা ঘোষনা করা হয় ।
Author: ekhansangbad
Post Views: ৪৭