বুধবার দেবীপক্ষের সূচনা হতেই পুজোর উদ্বোধন শুরু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার একাধিক পুজো উদ্বোধন করেন তিনি। ভার্চুয়ালিভাবে জেলার পনেরোটি দুর্গাপুজোর উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল পাঁচটা নাগাদ কলকাতা থেকে ভার্চুয়ালি উদ্বোধন হয় পূর্ব মেদিনীপুর জেলার পুজো গুলি।
পূর্ব মেদিনীপুরের এই ১৫ টি পুজো উদ্বোধনের এই তালিকা মধ্যে রয়েছে তমলুকের আদি তাম্রলিপ্ত সার্বজনীন দুর্গোৎসব কমিটি, পটাশপুরের টিকড়াপাড়া রেনবো অ্যাথলেটিক্স ক্লাব, এগরা ফ্রেন্ড ইউনিয়ন, কাঁথি ক্লাব চৌরঙ্গী, কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড সেন্ট্রাল দুর্গোৎসব কমিটি, কাঁথি ইউথ গিল্ড, হলদিয়ার আজাদ হিন্দ নগর উন্নয়ন সমিতি, বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতি সংঘ, পাঁশকুড়ার মেছোগ্রাম সমাজ শিক্ষা কেন্দ্র সার্বজনীন, খঞ্চি মিলন বিথী, চন্ডিপুরের হাঁসচড়া সার্বজনীন।
এদিন বিকেলে তমলুকের আদি সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্বোধনের মঞ্চে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি, জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য সহ অন্যান্যরা। প্রত্যেক পুজোর সামনে বড় জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়। তারই মাধ্যমে উদ্বোধন করেন এদিন মুখ্যমন্ত্রী।