Select Language

[gtranslate]
১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি নির্ণয় শিবির

  মেদিনীপুর সদর ব্লকের রামনগর গ্রামে অবস্থিত রামনগর ‘মুন স্টার’ ক্লাবের উদ্যোগে এবং মেদিনীপুর রোটারী আই হাসপাতালের সহযোগিতায় রবিবার স্থানীয় রামনগর ইসলামিয়া জুনিয়র  হাই মাদ্রাসায় অনুষ্ঠিত হলো বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি নির্ণয় শিবির। শিবির ১৫৫ জন ব্যাক্তির চক্ষু পরীক্ষা হয়। এর মধ্যে ৫ জনের চোখ ছানি ধরা পড়ে। তাদের এদিনই অপারেশনের জন্য মেদিনীপুর রোটারি আই আই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, শিক্ষক জাবেরুল ইসলাম, সমাজসেবী সেলিম মল্লিক, হাসিবুল খান, কামরুল খান, মহিদুল খান ,সেক সুজাউদ্দিন প্রমুখ।

ক্লাবের তরফে শিবিরটি সুস্ঠু ভাবে পরিচালনা করেন পঞ্চায়েত সদস্য আকতারুল খান,কালু খান,সেক জিকির, সেক কাহাবুল,আসাদুল খান,সেক জাহির ,সেক রাজা প্রমুখ। ক্লাবের পক্ষে আকতারুল খান জানান, সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে তাঁরা এই উদ্যোগ গ্রহণ করেছেন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read