কলকাতার ধর্মতলায় অনশনরত জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে সারা দেশের সঙ্গে আজ কাঁথিতেও ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন কন্টাই রুরাল ব্রাঞ্চের সদস্য চিকিৎসকেরা ১২ ঘণ্টার প্রতীকি অনশন ধর্মঘট পালন করলেন।
এ বিষয়ে আই এম এ রাজ্য শাখার সহ-সভাপতি তথা আইএম এর কাঁথি রুরাল শাখার সম্পাদক ডক্টর অনুতোষ পট্টনায়ক বলেন তাঁরা সিনিয়র ডাক্তাররা প্রতীকি অনশন ধর্মঘট করলেও তাদের জুনিয়র চিকিৎস্যকেরা প্রকৃত অর্থেই টানা অনশন চালিয়ে যাচ্ছেন।
Author: ekhansangbad
Post Views: ৩১