তৃণমূল করার অপরাধে চাষে বাধা দিল বিজেপি কর্মীরা। চাঞ্চলকর ঘটনাটি ঘটেছে ভগবানপুর ২ ব্লকের ভূপতিনগর থানার ইটাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের পাঁচবসতি গ্রামে। ওই গ্রামের বাসিন্দা নোটন মন্ডল দীর্ঘদিনের তৃণমূল কর্মী। তৃণমূল করার জন্য তার চাষের জমিতে সেচের পাম্প ভেঙ্গে দেওয়া হয়েছে এবং আগে পাইপ কেটে দেওয়া হয়েছে। নোটন মন্ডল অভিযোগ করেছে সে তৃণমূল করার জন্য এর আগেও তাকে বিজেপি আশ্রিত দুষ্কৃতকারীরা মারধর করেছিল। ভূপতিনগর থানার ইটাবেড়িয়া গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে আছে। অভিযোগ নোটন মন্ডল আড়াই বিঘার মত জমি চাষ করে। সেই চাষের জমিতে এই হামলার কারণে সমস্যায় পড়েছে। ভূপতিনগর থানায় অভিযোগ দায়ের করেছেন নোটন মন্ডল।
এই অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপির অভিযোগ নিজের সেচের পাম্প নষ্ট করে বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে।
Author: ekhansangbad
Post Views: ৪৫