ভারতীয় দুটি ট্রলার বাংলাদেশী জলসীমায় ঢুকে পড়ায় আটক করেছে বাংলাদেশের জল পুলিশ। এই দুটি ট্রলারে মোট ৩১ জন মৎস্যজীবী রয়েছে বলে জানা গেছে। গত ১২ অক্টোবর “মা বাসন্তী”ও “জয় জগন্নাথ “নামের দুটি ট্রলার মৎস্য শিকারে বেরিয়ে যায়। ১৪ই অক্টোবর তারা ভারতীয় জলসীমা পেরিয়ে বাংলাদেশী জলসীমায় ঢুকে পড়ে বলে অভিযোগ।
বাংলাদেশের জল পুলিশ বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ার কারণে দুটি ট্রলারকে আটক করে পটুয়াখালীতে নিয়ে যায়। সেখান থেকে কলাপাড়া থানায় নিয়ে গেছে বলে দক্ষিণ ২৪ পরগনার মৎস্যজীবী সংগঠন সূত্রে জানা গেছে। যে সমস্ত পরিবারের লোকেরা বাংলাদেশী পুলিশের হাতে আটক হয়ে আছে তাদের পরিবার দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে বলে সূত্র মারফত জানা গেছে।
Author: ekhansangbad
Post Views: ১১৬