Select Language

[gtranslate]
৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার ২৪শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

দেশপ্রাণ ব্লক এলাকা পরিদর্শন করলেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি।

ঘূর্ণিঝড় “ডানা “মোকাবিলার জন্য পরিবেশ পরিস্থিতি খতিয়ে দেখতে কাঁথি দুই দেশপ্রাণ ব্লক এলাকা পরিদর্শন করলেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি। বুধবার  জেলাশাসক কাঁথির দেশপ্রাণ ব্লকের বিডিও শুভাশিস মজুমদার  কে সঙ্গে নিয়ে  পেটুয়ার দেশপ্রাণ মৎস্য বন্দ পরিদর্শন করেন। মৎস্য বন্দরে সমস্ত ট্রলার সমুদ্র থেকে ফিরে আসার খবর নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তারপর স্থানীয় এলাকার কয়েকটি বিপর্যয় মোকাবেলা সেন্টার পরিদর্শন করেন।বৃহস্পতিবার থেকে সমস্ত ফেরিঘাটের লোক পারাপার বন্ধ রাখার কথাও জানান। এমনই নির্দেশিকা জেলা প্রশাসন থেকে এসে পৌঁছেছে ব্লক প্রশাসনে। বসন্তিয়ায় ব্লক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শনে যান। সেখানে সদ্য সন্তান সম্ভবা প্রসূতিদের আনা হয়েছে কিনা খোঁজখবর নেন। প্রসুতি দের আনার কাজ চলছে জানার পর হাসপাতালের স্টোর পরিদর্শন করেন।ওষুধপত্র ঠিকঠাক মজুদ আছে কিনা তারও খোঁজ-খবর নেন।

বিপর্যয় মোকাবেলার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেন বিডিওদের। বিডিও শুভাশিস মজুমদার জানিয়েছেন সমস্ত পঞ্চায়েতে খাদ্য এবং ত্রিপল মজুদ করা হয়েছে। পাশাপাশি পানীয় জলেরও ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি পঞ্চায়েতে জেসিবি মেশিন রাখা হয়েছে। ঝড় বৃষ্টি আরম্ভ হলে কাঁচা ও দুর্বল বাড়ি তে বসবাসকারী লোকজনদের এবং গবাদি পশুদের সরিয়ে  আনার জন্য সব রকম প্রস্তুতি রাখা হয়েছে। প্রতিটি পঞ্চায়েতে উদ্ধার কার্য চালানোর জন্য উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News