Select Language

[gtranslate]
৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার ২৪শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য প্রস্তুত কাঁথি পুরসভা

ধেয়ে  আসছে প্রবল গতিবেগে ঘূর্ণিঝড় ডানা। ডানা মোকাবিলার জন্য কাঁথি পৌরসভার পক্ষ থেকে মাইকিং করে শহরবাসীকে সতর্ক করা হয়েছে বুধবার সারাদিন। কাঁথি পৌরসভার পুরো প্রধান সুপ্রকাশ গিরি বলেন ঘূর্ণিঝড় ডানা মোকাবেলার জন্য কাঁথি পুরসভা প্রস্তুত। তার জন্য চারটি নিরাপদ আশ্রয়স্থল তৈরি করা হয়েছে। ১ থেকে ৫ নম্বর ওয়ার্ড এর জন্য রহমানিয়া হাই মাদ্রাসা স্কুল, ৬ থেকে ৯ নম্বর ওয়ার্ড এর জন্য কাঁথি ক্ষেত্র মোহন বিদ্যাভবন, ১০ থেকে ১৩ নম্বর ওয়ার্ড এর জন্য কাঁথি  জাতীয় বিদ্যালয়,১৪ থেকে ২১ নম্বর ওয়ার্ডের জন্য কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদন কে নিরাপদ আশ্রয়স্থল করা হয়েছে। শহরে যে সমস্ত অধিবাসী কাঁচা অথবা দুর্বল বাড়িতে বসবাস করছেন তাদেরকে সরিয়ে এনে রাখার ব্যবস্থা করা হয়েছে। তার জন্য খাদ্য পানীয় জল ও আলোর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি চিকিৎসার ব্যবস্থা থাকবে। 

আশ্রয় স্থল গুলির দায়িত্বে রয়েছেন রহমানিয়া হাই মাদ্রাসার জন্য রহমত আলী খান ও খইরুল ইসলাম। কাঁথি ক্ষেত্র মোহন হাই স্কুলের জন্য যতীন্দ্রনাথ মাইতি এবং দিলীপ খাটুয়া। জাতীয় বিদ্যালয় এর দায়িত্বে রয়েছেন সুমেরু দাস এবং শম্ভু চাকী।কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদনের দায়িত্বে রয়েছেন শংকর শীট এবং আশুতোষ দাস। পুরো প্রধান সুপ্রকাশ গিরি আরো জানিয়েছেন শহরে সদ্য সন্তান প্রসবা প্রসূতিদের নিরাপদ স্থলে নিয়ে আসার কাজ শুরু হয়েছে।শহরের হাইমাস আলো গুলোকে নামিয়ে ফেলা হয়েছে। শহরবাসীর যাতে কোনরকম অসুবিধা না হয় তার জন্য নজরদারি শুরু করা হয়েছে। পৌরসভার পৌর কর্মীদের সমস্ত রকম ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি তাদের ২৪ ঘন্টা প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।মানুষদের সরিয়া আনার পাশাপাশি গবাদি পশুদেরও সরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে নিরাপদ আশ্রয়ের স্থান আরো বাড়ানোর পরিকল্পনা রাখা হয়েছে। তিনটি কন্ট্রোলরুম চালু করা হয়েছে। কন্ট্রোল রুমগুলি হল ১ থেকে ৭ নম্বর ওয়ার্ডের জন্য দায়িত্ব রয়েছেন অঞ্জন গিরি ফোন নম্বর ৭৭৯৭৪৭৯২২৭,৮ নম্বর থেকে ১৪ নম্বর ওয়ার্ডের জন্য প্রদীপ মান্না ফোন নম্বর ৯৮০০৭৪০৮২৫, ১৫ থেকে ২১ নম্বর ওয়ার্ড এর দায়িত্বে রয়েছেন উজ্জ্বল বেরা ফোন নম্বর ৯৭৩৩৯৫৫৬২৭। শহরবাসী কোনরকম অসুবিধায় পড়লে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করার আবেদন জানিয়েছেন পুরো প্রধান। তিনি আরো বলেন উদ্ধার কাজ চালানোর জন্য উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News