পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মেচেদা জাতীয় সড়কে শনিবার রাত্রে তমলুক থানার ভান্ডারবেড়িয়ায় এক পথদুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরোএকজন।
জানা গেছে রাতে মেচেদা থেকে একটি চার চাকা গাড়ি সৈকত শহর দিঘার দিকে যাওয়ার পথে হলদিয়া মেছেদা জাতীয় সড়কের তমলুক থানার ভান্ডারবেড়িয়ার কাছে তিনজন সাইকেল আরোহী কে ধাক্কা মেরে একটি গাছে ধাক্কা মারার পরে উল্টে যায় নয়ন জুলিতে। দুর্ঘটনাগ্রস্থ গাড়িটির গতিবেগ প্রচুর থাকায় গাছটিতে ধাক্কা মারার পরে গাড়ির ইঞ্জিন খুলে বেরিয়ে যায়। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
পুলিশ সূত্রে খবর, মৃত ওই গাড়ির চালকের নাম ভাস্কর মোদক। বাড়ি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল পুরসভার ১৫ নম্বর ওয়ার্ড কোন্নগর কয়েততলার মাঠ এলাকায়। পরিবার সূত্রে জানা যাচ্ছে ভাস্কর শনিবার সন্ধ্যে প্রায় সাড়ে ৬টা নাগাদ নিজের গাড়ি নিয়ে দিঘার উদ্দেশ্যে রওনা দেয়। রাতেই ভাস্করের পরিবার তমলুকে গিয়ে ভাস্করের দেহ শনাক্ত করেছে। তবে ভাস্করের সাথে ওই গাড়িতে থাকা মহিলার পরিচয় পাওয়া যায়নি।স্থানীয় ব্যক্তিদের পরিচয় পাওয়া গেছে। একজনের নাম রাজেন্দ্র সামন্ত আরেকজনের নাম প্রশান্ত রায়।