কালীপূজা মাত্র আর তিন দিন বাকি, তার আগেই বারুইপুরে দমকল বিভাগের কেন্দ্রের কর্মীরা সোমবার সকালে বারুইপুর চম্পাহাটি হাড়ালে বাজির বাজার গিয়ে তারা ডেমোস্টেশন দিলেন বাজি ব্যবসায়ীদের। বাজি ব্যবসায়ীদের জানালেন আগুন লাগলে কি ব্যবস্থা নিতে হবে। সব কিছু তারা হাতে কলমে শিখিয়ে দিয়েছেন।প্রতিদিন তারা এইভাবে কালীপূজা পর্যন্ত তারা এইভাবে ডেমো স্টেশন দিয়ে যাবে বলে জানালেন দমকল বিভাগ ও বাজি অ্যাসোসিয়েশনের আধিকারিকেরা। বারুইপুর দমকাল কেন্দ্রের আধিকারিক ভক্তিপ্রসাদ বিশ্বাসের সঙ্গে কথা বলে জানা যায় সোমবার সকালে চম্পাহাটি হারাল ব্যবসায়ী সমিতির ভবনে তারা বেশ কিছু ব্যবসায়ীকে প্রশিক্ষণ দিল।
তিনি বলেন ফায়ারে কোথাও কিছু ভাবে আগুন লাগলে তার সচেতন করার জন্য ডেমোস্টেশন করা হলো।যদি কোন ভাবে আগুন লাগে কোথাও,তাহলে সেটা প্রাথমিকভাবে কি করে আগুন নেভানো হবে তার প্রশিক্ষণ দেওয়া হয়। কিছু আগুন নেভাবার মেটেরিয়াল নিয়ে এসেছিলেন। সেইগুলো দিয়ে ব্যবসায়ীীদের বোঝানো হয়। বাজি ব্যবসায়ীকে বলেন প্রত্যেকের দোকানে এক্সটেন্ড গুইসার রাখতে হবে সেটা কেমন করে ব্যবহার করা যায় সেটাই প্রশিক্ষণ দিল। কোথাও যদি আগুন লাগে প্রাথমিকভাবে ব্যবসায়ীরা চেষ্টা করবে।পরে তো দমকল বাহিনী কর্মীরা আছেই।