লক্ষ্মী পুজোর দিন থেকে নিখোঁজ ব্যাক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল ।পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার হোড়খালি অঞ্চল দন্ডিপুর গ্রামের গুরুপদ কালসা (৪২)কে প্রায় আট দশ দিন পরে খুঁজে পাওয়া গেল এলাকার চাষের জমি মাঠের মাঝখান পুকুর ধার নিম গাছ থেকে।
গুরুপদ বাবু, লক্ষ্মীপূজোর দিন থেকে নিখোঁজ ছিল। সুতাহাটা থানায় তাঁর নিখোঁজ হওয়ার অভিযোগ করা হয়েছিল । এলাকার বাসিন্দারা মাঠে ঘাস কাটতে গিয়ে দেখতে পায় তৎক্ষণাৎ পুলিশের কাছে খবর দেয়। সুতাহাটা থানার পুলিশ গুরুপদ কালসা দেহ উদ্ধার করে দুর্গাচক মহকুমার হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন। তবে কিভাবে মাঝ মাঠে ঝুলন্ত অবস্থায় এই ব্যক্তি দেহ এলো তদন্তে নেমেছেন সুতাহাটা থানার পুলিশ।
Author: ekhansangbad
Post Views: ৩৪