Select Language

[gtranslate]
২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পানীয় জল না দেওয়ার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে

জলের ট্যাঙ্কের চার পাসে বাঁশের বেড়া দিয়ে স্থানীয়দের জল না দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। যদিও অভিযুক্ত-র সাফাই পঞ্চায়েত নির্দেশে জল নেওয়া বন্ধ করা হয়েছে।এরজেরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

পূর্ব মেদিনীপুরের  পটাশপুর-২ ব্লকের  খাড় পঞ্চায়েতের গিরিশায় এই ঘটনাটা। গিরিশা উত্তর পাড়ায় ৮টি পরিবারে জন্য পঞ্চায়েতের পক্ষে ১ লক্ষ ৬২ হাজার ৬৩২ টাকা ব‍্যায়ে  সাবমার্শিবলের মাধ্যমে পানীয় জলের ট্যাংকি বসানো হয় স্থানীয় আলোক মালের জায়গাতে। গত ৪ মে থেকে কয়েকদিন জল ব্যবহার করে সকলে। পরে জল ট্যাঙ্কের চার পাসে বাঁশের বেড়া দিয়ে নিজের বাড়ির চার দিকে পাইপ লাইন করে ব্যবহার করেছে।অন্য পরিবার দের ব্যবহার করতে দেওয়া হচ্ছে না।
অভিযুক্ত ব্যক্তি আলোক মাল জানান জলের অপচয় করছে তাই পঞ্চায়েত সদস্যের নির্দেশে পাইপ লাইন বন্ধ করা হয়েছে। সমগ্ৰ বিষয় নিয়ে ব্লক প্রশাসনের  দ্বারস্থ হয়েছে এলাকার এইআটটি পরিবার।

ekhansangbad
Author: ekhansangbad

Related News