Select Language

[gtranslate]
২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

১০৮ তম  নভেম্বর বিপ্লব দিবস উদযাপন অনুষ্ঠানে


লেনিনের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন সিপিএমের জেলা সম্পাদক নিরঞ্জন সিহি, রাজ্য কমিটির সদস্য হিমাংশু দাস, জেলা সম্পাদক মন্ডলীর সদস্যা ও মহিলা নেত্রী রিতা দত্ত, জেলা সম্পাদক মন্ডলী সদস্য ও পার্টির শিক্ষক নেতা মহাদেব মাইতি প্রমুখ।

জানা গেছে এদিন পূর্ব মেদিনীপুর জেলায় সিপিএমের ৩৩টি এরিয়া কমিটি এবং  ৭১২টি শাখা এলাকায় যথাযথ মর্যাদার সঙ্গে দিনটি পালিত হচ্ছে । তাছাড়া ৭ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত এলাকায় নভেম্বর বিপ্লব দিবসের তাৎপর্য- বিষয়ে আলোচনা সভা, পার্টি শিক্ষা শিবির, পোস্টার প্রদর্শনী, গণশক্তি পত্রিকা বিক্রয় ও প্রচার অভিযান, শাখা সম্মেলন, সভা সহ নানাবিধ কর্মসূচি রয়েছে।
  পার্টি কেন্দ্র গুলিতে  লেনিনের ছবি সম্বলিত ফ্লেক্স, ফেস্টুন ও লাল ঝান্ডা সহ লাল আলোক মালায় সাজিয়ে তোলা হয়েছে। নিরঞ্জন সিহি বলেন বর্তমান দেশের অর্থনৈতিক ,সামাজিক ও রাজনৈতিক অস্থির পরিস্থিতির সামনে দাঁড়িয়ে ধর্মনিরপেক্ষতা রক্ষার ক্ষেত্রে এবং দেশ ও দেশের মানুষের খেয়ে পরে বাঁচার স্বার্থে– বামপন্থীদের আপোসহীন লড়াই শক্তিশালী করতে এবং মতাদর্শ ও রাজনীতির উপর ভিত্তি করে শ্রেণীহীন সমাজ গড়ে তোলার লক্ষ্যে প্রতিদিনের লড়াই সংগ্রামের সঙ্গে যুক্ত থাকার দিশারী হচ্ছে   নভেম্বর বিপ্লবের ইতিহাস।তাই এ দিনটি পালনের ক্ষেত্রে  সমগ্র জেলা জুড়ে পার্টি কমরেড ও  সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News