Select Language

[gtranslate]
২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বন বিভাগ এবং জোনাকি চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে  বন্যপ্রাণী সংরক্ষণ শিবির

পূর্ব মেদিনীপুর জেলা বন বিভাগ এবং জোনাকি চ্যারিটেবল ট্রাস্ট এর যৌথ উদ্যোগে খেজুরীর বিদ্যাপীঠ, জনকা, শ্যামপুর, রসুলপুরে বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হলো | পরিবেশের বাস্তুতন্ত্রের তিনটি স্তম্ভের মধ্যে বন্যপ্রাণী একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ | এই তিনটি স্তম্ভ একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত | এই তিনটি স্তম্ভের মধ্যে যেকোনো একটি স্তম্ভের অস্তিত্ব ক্ষতিগ্রস্ত হলে, তিনটি স্তম্ভেরি অস্তিত্ব ক্ষতিগ্রস্ত হবে | পরিবেশের অস্তিত্ব সংকটের যেমন কিছু প্রাকৃতিক কারণ রয়েছে, তার চেয়েও বেশি কারণ রয়েছে মানুষের জন্যই | মানুষের কারণেই আজকের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে | বিশেষ করে আমরা বন্যপ্রাণীদের শিকারের মধ্য দিয়ে জীববৈচিত্র্যের ভারসাম্য নষ্ট করছি | এই বিষয়গুলোতে মানুষকে সচেতন করানোর জন্য আজকের আমাদের এই প্রচার অভিযান |

বিশেষ করে শীতের এই মরশুমে বিদেশ থেকে পরিযায়ী পাখিরা আসতে শুরু করেছে | তারা আমাদের অতিথি| আর এই সময় কিছু অসাধু ব্যক্তি তাদেরকে শিকার করার জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে| ওরা বুঝতে পারছে না যে বন্যপ্রাণীদের জন্য আমরা সকলেই টিকে আছি | সেই বিষয়ে সকলকে সতর্ক করার জন্য আমাদের আজকের এই প্রচার অভিযান | যদি এলাকায় কোথাও এমন কোন অসাধু ব্যক্তিকে দেখতে পান | তাহলে অবশ্যই বনদপ্তর কিংবা আমাদেরকে খবর দেবেন | আজকের এই প্রচার অভিযানে  উপস্থিত ছিলেন খেজুরির প্রাক্তন বিধায়ক কৃষিবিজ্ঞানী  ডক্টর রামচন্দ্র মন্ডল , খেজুরির মুখ পত্রিকার সম্পাদক  সুব্রত কুমার মাঝি , শতদল ভূঁইয়া , বনদপ্তর থেকে উপস্থিত ছিলেন  অমর শীট ,জোনাকির কর্ণধার  সেক আসমত প্রমুখ

ekhansangbad
Author: ekhansangbad

Related News