Select Language

[gtranslate]
১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আন্তঃরাজ্য গাঁজা পাচার চক্রের হদিস, গ্রেফতার ১১

গাঁজা পাচারের আন্তরাজ্য পাচার চক্রের হদিস পেল কাঁথি মহকুমা পুলিশ। বুধবার সাংবাদিক সম্মেলন করে কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস জানিয়েছেন গত ১৭ ই নভেম্বর ১৩২ কেজি গাঁজা সহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের মধ্যে তিনজন মহিলা বাদে আটজনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলাছিল। পুলিশি জেরার চাপে ধৃতরা স্বীকার করেছে তারা আন্তরজ্য মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত। কিছু কিছু তথ্য পুলিশের কাছে প্রকাশ করছে। সেই সূত্র ধরে পুলিশি তদন্ত করতে খুব সুবিধা হবে বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারী।

১৭ নভেম্বর রাত্রিতে খড়গপুর বাইপাস এর কাছে দুর্গাপুরগামী একটি সরকারি বাসে তল্লাশি চালিয়ে ১৩২ কেজি গাঁজা উদ্ধার এবং তিন মহিলা সহ ১১ জনকে গ্রেফতার করে। সেই থেকে তদন্তের মোড় অন্যদিকে ঘুরে যায়।মহকুমা পুলিশ অধিকার আশাবাদী এই মাদকচক্রের মাথাকে ধরে ফেলতে পারবেন। সেই ভাবে তদন্তের গতিপথ নির্ণয় করেছেন বলে দাবি করেন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read