সরকারি ইট চুরির অভিযোগ উঠলো পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। পঞ্চায়েত প্রধান ও স্থানীয় এলাকাবাসী এই নিয়ে রামনগর থানায় অভিযোগ দায়ের করল। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। অভিযোগ রামনগর ১ ব্লকের তালগাছারী ১ গ্রাম পঞ্চায়েতের পশ্চিম সংসদে ক্ষতিগ্রস্ত ড্রেন তৈরি কাজ শুরু হয়। ঠিকাদার পুরনো ড্রেন এর ইট গুলি তুলে অন্য একটি জায়গায় রেখেছিল। সেই ইট ওই সংসদের পঞ্চায়েত সদস্য অনিল কুমার জানা তুলে নিয়ে চলে যায় বলে এলাকাবাসীর অভিযোগ।
এই ঘটনা ঠিকাদার ও এলাকাবাসী পঞ্চায়েত প্রধানকে জানালে পঞ্চায়েতের উদ্যোগে পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ দায়ের হল। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে সরকারি জিনিস পঞ্চায়েত সদস্য কি করে তুলে নিয়ে যায়। ইট ফেরত দেওয়ার দাবি উঠেছে এলাকায়। ইট ফেরত না দিলে কঠোর শাস্তি গাড়ি উঠেছে। কারণ সরকারি সম্পদ চুরি করেছো বলে এই দাবি তুলেছে এলাকার মানুষ।