ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম হলো এক শিক্ষক। মঙ্গলবার সকালে কাঁথি শহরে খড়গপুর বাইপাস ও দীঘা বাইপাসের মাঝামাঝি জায়গায় বাইক নিয়ে রাস্তা পারাপার হচ্ছিলেন কাঁথি হাই স্কুলের অতিথি শিক্ষক রাজা মাইতি। সেই সময় একটি ডাম্পার এসে ধাক্কা দেয়। বাইকসহ ছিটকে পড়েন রাজা মাইতি। গুরুতর আহত হলে তাকে ওই ডাম্পার চালক তাকে তুলে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
খবর পেয়ে হাসপাতালে ছুটে যান হাই স্কুলের প্রধান শিক্ষক অনুপম সাউ, শিক্ষক তরুণ দাস, সুব্রত দাস, গোপাল বর সহ অন্যান্য শিক্ষকগণ। খবর পেয়ে কাঁথি থানার পুলিশ হাজির হয় ঘটনাস্থলে। দুর্ঘটনাস্থল থেকে দুর্ঘটনা গ্রস্ত ডাম্পার ও বাইক উদ্ধার করে আটক করে। এই ঘটনার জেরে যান চলাচল ব্যাহত হয়। পুলিশ পরে বাম্পার সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
Author: ekhansangbad
Post Views: ৫১