চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ বিকালে কাঁথি শহরে “শ্রী শ্রী ভবতারিণী”মায়ের মন্দিরের সামনে থেকে বিজেপির একটি বিক্ষোভ মিছিল হয়। কাঁথি সাংগঠনিক জেলার কাঁথি নগর মণ্ডলের পক্ষ থেকে ভবতারিনী মন্দির থেকে কাঁথি পোষ্ট অফিস মোড় পর্যন্ত থেকে একটি বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানানো হলো।
প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন তমলুক লোকসভার প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী, কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ড.চন্দ্র শেখর মন্ডল, কাঁথি সাংগঠনিক জেলার প্রাক্তন জেলা সভাপতি অমলেন্দু পাহাড়ী , কাঁথি সাংগঠনিক জেলার সহ সভানেত্রী ও প্রাক্তন বিধায়ক বনশ্রী মাইতি , কাঁথি নগর মণ্ডলের সভাপতি সুশীল দাস সহ জেলার ও নগর মণ্ডলের অন্যান্য সম্মানীয় নেতৃত্ব বৃন্দ।
Author: ekhansangbad
Post Views: ৯০