Select Language

[gtranslate]
৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

অবৈধ নির্মাণ আটকাতে গিয়ে মার্ খেলেন কর্মী ও ওয়ার্ড কমিটির লোকেরা ।

কাঁথি শহরে অবৈধ নির্মাণ আটকাতে গিয়ে কর্মী ও ওয়ার্ড কমিটির লোকেরা মার খেলো। অভিযোগ কাঁথি শহরে সাধুজানা পুকুরপাড় সংলগ্ন ১৩ নম্বর ওয়ার্ড এলাকায় তপন দাস অবৈধভাবে সরকারি জায়গায় পুরসভার অনুমতি ছাড়া প্রাচীর নির্মাণ করছিল। এই অবৈধ নির্মাণ বন্ধের জন্য পৌর কর্তৃপক্ষ নোটিশ দেয়। সেই নোটিশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্রাচীর নির্মাণ করছিল তপন দাস ও তার পরিবার বলে জানিয়েছেন কাঁথি পুরসভার পুরো প্রধান সুপ্রকাশ গিরি। উল্লেখ্য এলাকাটি ১৩ নম্বর ওয়ার্ড অর্থাৎ পুরো প্রধানের নির্বাচিত এলাকা। খবর পেয়ে অবৈধ নির্মাণ বন্ধের জন্য ছুটে যায় পৌর কর্মী ও ওয়ার্ড কমিটির লোকজনেরা। নির্মাণে বাধা দিলে কাঠের বাটাম দিয়ে পৌর কর্মী ও ওয়ার্ড কমিটির লোকজনকে মারধর করে তপন দাস ও তার দুই পুত্র তরুণ দাস ও তপন দাস। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়।

খবর পেয়ে কাঁথি থানার বিশাল পুলিশবাহিনী হাজির হয়।মার খেয়ে জখম হয় দুই পৌর কর্মী স্বপন চক্রবর্তী ও প্রদীপ জানা এবং ওয়ার্ড কমিটির রাধা বিনদ মন্ডল, ঋতুরাজ পাল সহ চারজন। গুরুতর জখম হলে তাদের কাঁথি মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখানে সকলেই চিকিৎসাধীন বলে সূত্র মারফত জানা গেছে। পৌর প্রধান সুপ্রকাশ গিরি জানিয়েছেন আইনি পদক্ষেপ নেওয়া হবে পৌরসভার পক্ষ থেকে। আইনত যা যা করার পৌর কর্তৃপক্ষ করবে।কাঁথি থানার আইসি প্রদীপ কুমার দান জানিয়েছেন এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি তবে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read