পর্যটকের গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক কাঠের মিস্ত্রির এবং জখম হলো এক বাইক চালক। শনিবার সকালে দীঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের মহিষাগোটের পেট্রোল পাম্প এর কাছে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে কোলকাতা গামী এক পর্যটক এর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বাইকে ধাক্কা মারে তারপর দাঁড়িয়ে থাকা এক যুবককে ধাক্কা মেরে প্রায় ৫০ মিটার টেনে নিয়ে যায়।
স্থানীয় মানুষজন ছুটে এসে রক্তাক্ত বাইক চালক ও যুবককে উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক যুবককে মৃত বলে ঘোষণা করে। মৃত যুবক স্থানীয় সাবাজপুট গ্রাম পঞ্চায়েতের পোতাপুকুরিয়া গ্রামের বাসিন্দার প্রদীপ মাঝি।আহত হয় স্থানীয় এলাকার বাসিন্দা গুরুপদ মান্না। আশঙ্কাজনক অবস্থায় গুরুপদ মান্নার চিকিৎসা চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে কাঁথি থানার পুলিশ এসে দুর্ঘটনা গ্রস্ত বাইক ও গাড়িটিকে আটক করে।