এবার শুভেন্দু অধিকারীর সাথে একই অনুষ্ঠানে হাজির থেকে রাজনৈতিক চর্চা বাড়ালেন কাঁথি পৌরসভার প্রাক্তন পৌর প্রধান তথা ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলার সুবল মান্না। উল্লেখ্য গত কয়েক মাস আগে শুভেন্দু অধিকারীর বাবা কাঁথির প্রাক্তন সাংসদ শিশির অধিকারীকে প্রণাম এবং গুরুদেব সম্বোধন করতেই তাঁকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে ছিল তৃনমূল।
মঙ্গলবার শহীদ ক্ষুদিরামের জন্ম দিবস উপলক্ষে কাঁথির কিশোরনগরে ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান করতে আসেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।তখন সেখানে উপস্থিত ছিলেন কাঁথি পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবল মান্না।দুটি ভিন্ন দলের নেতৃত্ব হওয়ার পরেও সেই অনুষ্ঠানে দুজনের স্বাভাবিক কথোপকথন সকলের নজর কাড়ে।
বিষয়টি জানাজানি হতেই তৃনমূল কর্মীরা বলছেন সুবল মান্নার সাথে শিশির অধিকারী ও তার পরিবারের সম্পর্ক অত্যন্ত নিবিড় ।তাই কয়েক মাস আগে সুবল বাবুকে তৃনমূল পরিচালিত কাঁথি পৌরসভার চেয়ারম্যান পদ থেকে অপসারন করা দলের সঠিক সিদ্ধান্ত ছিলো।
মাল্যদান অনুষ্ঠানে এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন উনি আমার পূর্ব পরিচিতি ক্ষুদিরামের মূর্তিতে তিনিও মাল্যদান করতে এসেছেন, এর মধ্যে কোন রাজনীতি নেই।
শুভেন্দু অধিকারী ও সুবল মান্নার সাক্ষাৎকার প্রসঙ্গে প্রাক্তন চেয়ারম্যান সুবল মান্নার কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।